March 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 24th, 2025, 12:21 pm

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

এস এম মনিরুল ইসলাম, সাভার: পবিত্র রমজান মাস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পথচারী, শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর জয় রেষ্টুরেন্টের সামনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আয়োজনে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণ শেষে তমিজ উদ্দিন বলেন, “রমজান হলো সহমর্মিতা ও সংযমের মাস। ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে।”

এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ প্রমুখ।

এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ছাত্রদলের নেতারা। স্থানীয় জনগণ এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।