অনলাইন ডেস্ক :
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শনিবারের মতো রবিবারও ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। এই মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্চে।
সংশ্লিষ্টরা জানান, মাঝে মাঝে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অধিকাংশ ফাঁকা গাড়িগুলো দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। আবার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। কখনও আবার ধীর গতিতে থেমে থেমে চলছে যানবাহন। রাতে ঢাকাগামী গাড়ির চাপ বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যায় রাস্তা। তবে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
রবিবার সকাল ৯টায় সরেজমিন দেখা যায়, উপজেলার পৌলি ওভার ব্রিজ থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত ঢাকামুখী রাস্তা ফাঁকা। কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়ির চাপ রয়েছে। যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
আরও পড়ুন
চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন: ধসে পড়ল ৮ম তলা, রোবট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা
প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার উচ্চমাধ্যমিকে অকৃতকার্য!
অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই: মির্জা ফখরুল