ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের গাড়ির চাপ বেড়েছে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপও বেড়েছে। যানজটের ফলে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এর মধ্যে আবার কোথাও কোথাও গাড়ি বিকল হওয়ায় তা সরিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এতে করে অনেক স্থানে জটলার সৃষ্টি হচ্ছে।
যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী