অনলাইন ডেস্ক :
চট্টগ্রামে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। এরপর আগামী ২৩ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই টেস্টের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। গত বুধবার চোট পাওয়া বাঁহাতি পেসার শরীফুল ইসলাম রাখা হয়েছে স্কোয়াডের বাইরে। তাঁর বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হয়নি। এ ছাড়া প্রথম টেস্টের দলে কোনো পরিবর্তন নেই। স্কোয়াডে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজেরও। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিল্ডিংয়ের সময় ডানহাতে চোট পাওয়ায় প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়েন তিনি। সুস্থ না হওয়ায় দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না এই অলরাউন্ডার।
ঢাকা টেস্টের জন্য বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান, শহীদুল ইসলাম।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর