January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 24th, 2022, 2:22 pm

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন: শুরুতে ফিরলেন লিটন-মোসাদ্দেক

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের অষ্টম ওভারে ব্যক্তিগত ১৪১ রান করে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। কাসুন রাজিথার অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

এর আগে গতকাল প্রথম দিনে ২৪ রানে পাঁচ উইকেট পড়ার পর মুশফিক ও লিটন দাস সারাদিন উইকেটবিহীনন রাখেন লঙ্কানদের। লিটনের বিদায়ের তিন বল পর আবারও রাজিথার আঘাত। এবার শিকার মোসাদ্দেক সৈকত। তিনি কোনো রান না করেই ফিরেন।

মোসাদ্দেককে ফিরিয়ে কাসুন রাজিথা টেস্ট ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট নেন। টেস্টে তার আগের সেরা ছিল ৬০ রানে চার উইকেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে ৩৩৭ রান। মাঠে আছেন মুশফিকুর ১৫৭ এবং তাইজুল ১০ রানে।

এর আগে প্রথম দিনে পাঁচ উইকেটে ২৭৭ রান করে বাংলাদেশ। দুই সেঞ্চুরিয়ান লিটন ১৩৫ ও মুশফিকুর ১১৫ রানে অপরাজিত ছিলেন।

—ইউএনবি