অনলাইন ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও চোট আঘাত ভাবাচ্ছে ভারতীয় দলকে। অধিনায়ক রোহিত শর্মা তো ছিটকে গেছেনই। পেসার নবদীপ সৈনিরও খেলা হচ্ছে না ঢাকা টেস্টে। তিনি পেটের পেশিতে চোট পেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বুড়ো আঙুলে চোট পাওয়া রোহিত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু সামনে প্রচুর ক্রিকেট থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সৈনিকে নিয়ে মঙ্গলবার বিসিসিআই জানিয়েছে, চোটের পর সৈনি এখন ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন নিয়ে কাজ করবেন। অবশ্য সৈনি ছিটকে যাওয়ায় তা সফরকারীদের পেস বোলিং অপশনে ভীষণভাবে প্রভাব ফেলেছে। প্রথম পছন্দের দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সামি এরইমধ্যে চোটের কারণে এই সফর মিস করেছেন। তাদের জায়গায় ঢাকা টেস্টে বোলিংয়ে নেতৃত্ব দেবেন মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব। কিন্তু নতুন করে কেউ চোট পেলে বা তৃতীয় বোলারের প্রয়োজন পড়লে তখন অপশন হিসেবে থাকছেন কেবল শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাট। রোহিত শর্মা না থাকায় ঢাকা টেস্টে লোকেশ রাহুলকেই নেতৃত্ব দিতে হবে। তার ডেপুটি হিসেবে থাকবেন চেতেশ্বর পূজারা। তাছাড়া রোহিতের অনুপস্থিতিতে চট্টগ্রাম টেস্টে প্রথম সেঞ্চুরি হাঁকানো শুভমান গিল শেষ টেস্টেও ওপেনিং করবেন। তার ওপেনিং পার্টনার থাকবেন রাহুল। মিরপুরে সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে