January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 22nd, 2022, 7:46 pm

ঢাকা টেস্ট নিয়ে আশাবাদী মমিনুল

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছে। আজ সোমবার ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক। ঢাকা টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন মমিনুল, ‘যেখানেই খেলেন সুযোগ থাকেই। মিরপুরে খেলেন আর দেশের বাইরেই খেলেন, সব সময় সুযোগ থাকেই। তবে কন্ডিশন ও অন্য বিষয়গুলো বিবেচনা করলে এটা সবচেয়ে ভালো সুযোগ সিরিজ জেতার।’ চট্টগ্রাম টেস্ট ড্র হলেও ঢাকা টেস্ট ড্র হবে না বলে বিশ্বাস মমিনুলের, ‘মিরপুরের কন্ডিশন সচরাচর যেমন থাকে তেমনি থাকবে। তবে আবহাওয়ার উপর নির্ভর করবে কন্ডিশন। আর মিরপুরে সবসময় রেজাল্ট হয়। এই মাঠে কবে রেজাল্ট হয়নি সেটা খুঁজে বের করা কঠিন।’ নাঈম হাসান ইনজুরির শিকার হওয়ায় ঢাকা টেস্টে মোসাদ্দেক হোসেন সৈকতের খেলার সম্ভাবনাই বেশি। মমিনুল বলেন, ‘মোসাদ্দেকের খেলার সম্ভাবনাই বেশি। ও খেললে ওর ভূমিকাটা হয়তো ভিন্ন হবে। ওকে খুব ভালোভাবে, বুদ্ধি খাটিয়ে ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ। আর সাকিব ভাই ও তাইজুল যেহেতু আছে, ওদের নিয়ে আমি অনেক আত্মবিশ্বসী। আশাকরি সমস্যা হবে না। ’