October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 3:11 pm

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র তাপসের ৩ ব্যাংক হিসাব ফ্রিজ

 

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংস্থাটির সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আদালতে আসামির ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, আসামি শেখ ফজলে নূর তাপস ঢাকার সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন ও দখলে রাখেন।

এ ছাড়া তার নামে খোলা ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামির সব সম্পদ এখনো সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাপ্ত অস্থাবর সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সে জন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করা জরুরি।

তদন্তে আরও জানা যায়, আসামি তাপস তার নামীয় সম্পদ অন্যত্র স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর হলে রাষ্ট্রের মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আদালত আসামির তিনটি ব্যাংক হিসাব অবিলম্বে ফ্রিজ করার আদেশ দেন।

এনএনবাংলা/