পাবনা প্রতিনিধি : জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিলসহ ৬ দফা দাবিতে পাবনা টার্মিনাল গোল চত্ত্বরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যানবাহনের দীর্ঘ সারি পড়ে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাস সড়ক হয়ে টার্মিনাল গোল চত্ত্বরে পৌঁছায়। এসময় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এরিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) অবরোধ চলছিল।
তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। খন্ড খন্ড ভাগ হয়ে সড়কেই খেলাধুলা করছেন। এছাড়াও নানা স্লোগানে স্লোগানে তাদের দাবি তুলে ধরছেন। অবরোধের কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীরা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।
এবিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এর আগেও তারা একই দাবিতে অবরোধ করেছিল, আজও করেছে। আমরা সেখানে আছি। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। বিষয়টি নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতেছি।

আরও পড়ুন
জয়পুরহাটের দুইটি আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা, কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১
ফেনী-২ নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু