Friday, December 26th, 2025, 5:40 pm

ঢাকা বিভাগীয় আন্তঃকলেজ ফুটবলে শিরোপা জিতল তোলারাম কলেজ

 

ঢাকা বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা এবং জেলা ক্রীড়া অফিস, ঢাকার যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

গত ২৪ ডিসেম্বর বিকাল ৪টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ ১–০ গোলে আব্দুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএবি) জনাব সালমা খাতুন এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মুমিনুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও ঢাকা জেলা ক্রীড়া অফিসার জনাব সুমন কুমার মিত্র, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিনসহ বিভিন্ন জেলা ক্রীড়া কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশে আন্তঃকলেজ পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা ক্রীড়া অফিসার, ঢাকা জনাব সুমন কুমার মিত্র জানান, ঢাকা বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

এনএনবাংলা/