ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার ইতালি থেকে আসা এক যাত্রীকে ১ কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক করা হয়েছে।
ইতালির নাগরিক যাত্রী আমরানুল হকের স্থানীয় ঠিকানা নরসিংদীর রায়পুরায়। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ৭২২ নম্বর ফ্লাইটে করে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
এ সময় তার ব্যাগ স্ক্যান করার সময় ১ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের, যার ওজন ৩ কেজি ৭০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তার বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা।
—ইউএনবি

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী