হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কোটি টাকা মূল্যের ২২ দশমিক ৯৯ লাখ সৌদি রিয়াল জব্দ করেছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার কাস্টমস কর্মকর্তারা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মামুন খান নামে এক যাত্রীর দুবাই যাওয়ার কথা ছিল। স্ক্যানিংয়ের সময় কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ থেকে রিয়ালগুলো জব্দ করেন।
তবে মালপত্র রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
সৌদি রিয়ালগুলো কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
—ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার