হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সকালে সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে আট হাজার ইয়াবা জব্দ করা হয় বলে জানায় বিমান কর্তৃপক্ষ। আটক ব্যক্তি হলেন-মো. ওহিদুল শিকদার।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দর ত্যাগ করতে গেলে ওহিদুল শিকদারকে তল্লাশি করে কর্মকর্তারা তার কাছ থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল ইসলাম জানান, তারা ওহিদুলের কাছে থাকা আট হাজার ইয়াবা জব্দ করেছে এবং এ ইয়াবা ৪০টি প্যাকেটের মধ্যে ছিল।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
–ইউএনবি

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের