নিজস্ব প্রতিবেদক :
ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা উধাও হওয়ায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ভল্টের দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে। তারা হলেন- ভল্ট ইনচার্জ রিফাতুল হক (৩২) ও এমরান আহমেদ (৪৫)। শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, তাদের কাছ থেকে প্রাথমিক তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর পরে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে মামলা হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (১৭ জুন) রাতে মূলত অডিটের সময় টাকা উদ্ধারের বিষয়টি ধরা পড়ে। এরপর ব্যাংক কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। টাকা উধাও এর বিষয়টি নিশ্চিত হতে ওই ব্যাংকের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ ‘সঠিক নয়’ : ডিএমপি
ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি
রাজউকের প্লট দুর্নীতিঃশেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা