ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
নিহত মো. আল-আমিন (২৫) মো. খলিল মিয়ার ছেলে। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উফুলকি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আল-আমিন তার দুই বন্ধুর সঙ্গে একই মোটরসাইকেলে ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর হাসারা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন।
পথচারী সুমি আহমেদ তাদেরকে দেখতে পান। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
বাকি দুই বন্ধুর একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন এবং অন্যজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও