ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দালাল চক্র নির্মূলে যৌথবাহিনী অভিযান চালিয়েছে
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দালাল চক্র নির্মূলে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ চক্রের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালেরা। তাঁদের নির্মূলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে।
ঢাকা জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
শেয়ারবাজার নিয়ে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প
মেঘনা নদীর ৫০ কোটি লিটার পানি দৈনিক সরবরাহ হবে ঢাকায়