ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত প্রাঙ্গণের পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলায় মঙ্গলবার দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। আর দুপুর ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে। আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
দুপুর আড়াইটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
বিদেশ যাওয়ার জন্য আদালতে বসুন্ধরা চেয়ারম্যান, দুদকের নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন
সুযোগ পেয়েও হার এড়ানো গেল না প্রোটিয়াদের বিপক্ষে
১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে: প্রধান উপদেষ্টা