January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 7th, 2024, 12:47 pm

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

সকাল ৭টা ৫৫ মিনিটের আগে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান এবং তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।

প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে সঙ্গে নিয়ে কেন্দ্রে যান।

এ আসন (ঢাকা-১০) থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়াই করা ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা সিটি কলেজ কেন্দ্রটি ঢাকা-১০ আসনের অন্তর্গত।

—-ইউএনবি