জেলা প্রতিনিধি, সিলেট :
শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন গোয়ালাবাজার ফুটপাতে বসা অবৈধ দোকান অপসারণ ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা’র নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহাসড়ক সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে থাকা ১০০টি দোকান অপসারণ ও ৭টি দোকান মালিককে মোট ১২০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানান, মহাসড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সিলেট অঞ্চলের মহাসড়কগুলোকে নিরাপদ ও অবৈধ দখলদারমুক্ত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সচেতনতামূলক চালিয়ে যাচ্ছে।
ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে অবৈধ দোকান অপসারণ ও জরিমানা

আরও পড়ুন
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ:) এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা
গ্রাহকের ২০ কোটি টাকা নিয়ে পালিয়েছে মুরাদনগরের ‘দানিক’
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চা জনগোষ্ঠী উন্নয়ন ফোরাম