আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০ আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
মনোনয়ন ফর্ম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে স্বাভাবিক প্রচারণা করা সম্ভব হচ্ছে না। তিনি অভিযোগ করেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের এখনো গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতারই প্রমাণ।
তিনি আরও বলেন, বর্তমানে প্রার্থীরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের নেতারা বেশি ঝুঁকিতে আছেন। সরকারকে অবশ্যই প্রার্থীসহ জুলাই অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে শহিদ ওসমান হাদির মতো ঘটনা আর কারও সঙ্গে না ঘটে।
পূর্বঘোষণা অনুযায়ী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার যুক্ত হওয়ার গুঞ্জন থাকলেও গত ১২ ডিসেম্বর তিনি নিজেই স্পষ্ট করেন, কোনো দলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি নির্বাচন করবেন।
উল্লেখ্য, ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। এরই মধ্যে এই আসনের ভোটার হিসেবেও নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে
নিরাপত্তা ঝুঁকিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, সব ধরনের সেবা সাময়িক স্থগিত
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা স্টেট বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত