ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে আবদুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হন। পরে বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা বিভাগের কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী ও বারিধারার মতো রাজধানীর অভিজাত এলাকাগুলো নিয়ে গঠিত। এ আসনে বিএনপির জোট শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ প্রার্থী হতে পারেন—এমন আলোচনা আগে থেকেই চলছিল। ঢাকার ২০টি আসনের মধ্যে যে তিনটি আসন বিএনপি ফাঁকা রেখেছিল, তার একটি ছিল ঢাকা-১৭।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। একই সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা তাঁকে এ আসন থেকেই নির্বাচনে অংশ নিতে অনুরোধ জানান। এ তথ্য জানার পর তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আন্দালিভ রহমান পার্থ। তিনি পরিবর্তে ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল
‘এয়ারবাস’কে বাদ, বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ নতুন ‘বোয়িং’
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল দেড় গুণ