ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বারের মতো বসতে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করে এবং দুপুর সোয়া ১টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের দিকে রওনা দেয়।
দাবি আদায়ে তারা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
সমাবেশে যোগদানকারী ছাত্রদের একজন তানভীর আহমেদ বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে ভর্তি পরীক্ষার সময় অসুস্থ ছিলাম এবং সেজন্য ভর্তি পরীক্ষায় দ্বিতীয় সুযোগ চাই।
সোহান আহমেদ নামে আরেক শিক্ষার্থী বলেন, তারা শুধু শিক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ দেয়ার জন্য কর্তৃপক্ষকে বলছেন। ‘মেডিকেল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসতে দিতে পারে, তাহলে ঢাবি কেন আমাদের অনুমতি দেবে না?’
—ইউএনবি
আরও পড়ুন
তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: ফারুক
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল
মেট্রোরেল সেবা ভ্যাটমুক্ত ঘোষণা,কমবে ভাড়া