January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 23rd, 2021, 6:58 pm

ঢাবির’গ’ ইউনিটের ফলাফল প্রকাশ: পাসের হার ২১.৭৫ শতাংশ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ২১.৭৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের এই পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

এক হাজার ২৫০ টি আসনের জন্য ২৩ হাজার ৩৪৭ জনের মধ্যে পাচঁ হাজার ৭৯ জন শিক্ষার্থী (এমসিকিউ ও লিখিত উভয়ই) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো.আখতারুজ্জামান তার কার্যালয়ের পাশে প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই ফল প্রকাশ করেন।

এ সময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আবদুল মঈন ও রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন।

শীর্ষ এক হাজার ২৫০ জন সফল প্রার্থী ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে তাদের পছন্দের বিষয় বেছে নিতে পারবেন।

উত্তরপত্র পুনযাচাইয়ের জন্য, প্রার্থীদের প্রয়োজনীয় ফি দিতে হবে এবং ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে চারুকলা অনুষদের ডিনের সাথে যোগাযোগ করতে হবে।

–ইউএনবি