ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদ ভবনের টয়লেট থেকে দু’টি দেশীয় বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ভবনটির ১১০৬ নম্বর শ্রেণিকক্ষের টয়লেট থেকে এগুলোকে উদ্ধার করে।
কলা ভবনের গেটম্যান মো. আলী হোসেন জানান, সকাল ১০টার দিকে তিনি ওই দু’টি বোমার মতো বস্তু দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে প্রক্টর অফিসে খবর দেন।
সহকারী প্রক্টর অধ্যাপক হাসান ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু