January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 2nd, 2022, 8:38 pm

ঢাবির গেস্টরুমে নির্যাতন: ৩ ছাত্র বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের গেস্টরুমে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে নির্যাতনের দায়ে তিন শিক্ষার্থীকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ ইনস্টিটিউটের ইয়ামিন ইসলাম। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
এর আগে এ ঘটনা তদন্ত করতে অধ্যাপক শাহ মিরানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
তিনি জানান, তদন্ত কমিটি গত ৩১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকায় তাদের তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করে প্রশাসন।
বহিষ্কৃতরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা আবু ইউনুস ও সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আকতারুল ইসলামকে গেস্টরুমে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠে ওই হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। আকতার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ ঘটনার পর আকতার হলের প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

—-ইউএনবি