ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অ্যাকাডেমিক ভবনের ফটকে রহস্যজনকভাবে তালা ঝুলানোর ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা ফেসবুকে পোস্ট দিয়ে এই ‘তালা লাগানোর’ দায় স্বীকার করেন বলে জানা গেছে।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া প্রহরীরা হলেন— শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শাহ আলম ও মো. সেলিম, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সফিকুল ইসলাম, কার্জন হল ফটকের আলী আহমেদ এবং চারুকলা অনুষদের মাঝের ফটকে দায়িত্বরত সংগ্রাম হোসেন।
জানা যায়, তালা লাগানো হয়েছিল— শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পিছনের ফটকে, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ফটকে, চারুকলা অনুষদের তিন ফটকের মাঝের ফটকে, কার্জন হলের হাইকোর্ট সংলগ্ন গেটে, এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ভবনের সামনের ফটকে।
তালা দেওয়ার সময় সাদা কাগজে ‘লকডাউন বিএসএল’ লিখে ঝুলিয়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “যেসব গার্ড ওই গেটগুলোতে দায়িত্বে ছিলেন, তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে সহকারী প্রক্টররা গেছেন এবং সিসিটিভি ফুটেজ যাচাই চলছে। কোনোভাবেই এই ধরনের ঘটনা সহ্য করা হবে না।”
এদিকে, বুধবার ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ফেসবুকে পোস্ট দিয়ে ঘোষণা দেন— “নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে আজ ও কাল ডাকসু মাঠে থাকব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন।”
এনএনবাংলা/

আরও পড়ুন
কাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের ৩ ম্যাচের হকি সিরিজ
বিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না: নাসীরুদ্দীন
ঢাকায় ধোলাইপাড়ে বাসে আগুন