ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হলটির যমুনা ব্লকের পেছনে, জিয়া হলের পার্শ্ববর্তী অংশে হঠাৎ আগুন দেখা দেয়।
শিক্ষার্থীরা ধোঁয়া উঠতে দেখে এবং কিছু প্রত্যক্ষদর্শী প্রাথমিকভাবে ধারণা করছেন, আগুনের সূত্রপাত গ্যাস লিকেজ হতে পারে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে বিজয় একাত্তর হল থেকে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে, যেগুলো খুব কাছাকাছি অবস্থান করছে।
তবে, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে: রাজউক চেয়ারম্যান
ভারতের চাল সিঙ্গাপুরের মাধ্যমে কিনছে সরকার
ছাত্রদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম রিমান্ডে