January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 13th, 2021, 7:30 pm

ঢাবির মঞ্চ কাঁপালেন নগর বাউল জেমস

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে মঞ্চ কাঁপালেন নগর বাউল খ্যাত জেমস। তার গানের জাদুতে সোমবার মুখরিত হয়ে উঠেছিলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। করোনার প্রভাবে নিথর হয়ে থাকা আঙিনাটি যেন প্রাণবন্ত হয়ে উঠলো। মহামারি করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল কনসার্ট। সেই নিরবতা ভাঙলো জেমসের গানের সঙ্গে শিক্ষার্থীদের উল্লাসে। নগর বাউলের আগমনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন নাচে-গানে মেতে ওঠে। জনসমুদ্রের ভিড় ঠেলেও শীতের হিমেল বাতাস উপেক্ষা করে দাঁড়িয়ে থেকেই জেমসকে ঘিরে গান আর হৈ হুল্লুড়ে মেতে উঠেছিলেন সবাই। ১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ‘ডিইউ১০০ কনসার্ট’-এ গান গাইতে আসেন জেমস। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন মঞ্চে উঠবেন জেমস। সেদিন সন্ধ্যা থেকেই নগর বাউল মঞ্চে ওঠার আগে অন্যান্য ব্যান্ড একের পর এক পারফর্ম করেন।

খোলা মাঠে তখন দর্শকরাও ছড়িয়ে-ছিটিয়ে। যখনই জেমসকে ডাকা হলো, উপস্থিত জনসমুদ্র উল্লাসে মেতে ওঠে। একত্রে জড়ো হয়ে আনন্দে ফেটে পড়েন সবাই। জেমস মঞ্চে ওঠেন রাত ১১টা ৩৪ মিনিটে। হালকা ঝিঁমিয়ে পড়া দর্শকরা মুহূর্তেই জেমসের ‘কবিতা’য় চনমনে হয়ে ওঠেন। শীতের ঠান্ডা বাতাসেও উষ্ণতা ছড়িয়ে দিয়েছিল নগর বাউলের একের পর এক গাওয়া গানগুলো। তিনি কবিতা, সুলতানা বিবিয়ানা, মা ,পাগলা হাওয়া, গোপনে, মীরাবাঈ, সুন্দরীতমা, ভিগি ভিগি গানগুলো গেয়ে শোনান। তরুণ-তরুণীরা বৃত্তাকার হয়ে গানের তালে তালে নাচতে থাকেন। জেমসকে এত কাছে পেয়ে ভক্তরা যেন সারা রাতই তার গান শুনতে চাইছিলেন। তবে ফিরতে তো হবেই! সবশেষে জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’ গেয়ে রাত ১টার দিকে মঞ্চ ছাড়েন নগর বাউল জেমস।