নিজস্ব প্রতিবেদক:
আগামী ৫ অক্টোবর থেকে সীমিত আকারে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তপক্ষ। শুরুতে স্নাতক শেষ বর্ষের ও স্নাতকোত্তরের শিক্ষর্থীরা যারা করোনার প্রথম ডোজ নিয়েছেন তারাই হলগুলোতে উঠতে পারবেন।
স্যার এএফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘আজ (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাংলোতে প্রভোস্ট কমিটির বৈঠকে এই পরামর্শ দেয়া হয়।’
বৃহস্পতিবার ডিন কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, টিকা নেয়া শিক্ষার্থীদের জন্য সেন্ট্রাল লাইব্রেরি, বিভাগের সেমিনার কক্ষগুলো ২৬ সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হবে।
অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘স্নাতক শেষ বর্ষের ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের হলগুলোতে থাকার অনুমতি দেয়া হবে। তাদের পরীক্ষা শেষ হলে আগের সেশনের শিক্ষার্থীরা ধীরে ধীরে হলগুলোতে উঠতে পারবে।’
টিকা সংক্রান্ত তথ্য সম্পর্কে জানতে চাইলে এই অধ্যাপক বলেন, ‘স্নাতক শেষ বর্ষের ও স্নাতকোত্তরের মোট ৯ হাজার শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার শিক্ষার্থী করোনার প্রথম ডোজ নিয়েছেন।’
ঢাবির প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘টিকা নেয়া ছাড়া শিক্ষার্থীদের হলে ঢুকতে দেয়া হবে না।’
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
বছরজুড়ে শিক্ষায় অস্থিরতা, শিক্ষার্থীদের হাত ধরেই ‘বিজয়’