ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের বাসভবনের সামনে শনিবার ৩টি ককটেল বিস্ফোরিত হয়।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর আমরা পাইনি, বিষয়টির ওপর নজর রাখছি।’
ঘটনার পরপরই ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তারা খতিয়ে দেখছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু