উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা যাতে কোনো বাধা ছাড়াই অনুষ্ঠিত হয় সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, ‘করোনাভাইরাসের নতুন রূপ ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে। এটি আরও সংক্রামক। আমাদের খুব সতর্ক থাকতে হবে।’
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব অডিটরিয়ামে শিক্ষামন্ত্রী চাঁদপুর প্রতিদিন পত্রিকার একযুগ পদার্পণ অনুষ্ঠানে প্রধান আতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘সারা বিশ্ব এখন এক দুযোর্গময় সময় অতিক্রম করছে। এখন করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এটা আতংক ছড়াচ্ছে। এটি একটি ভয়ংকর ভাইরাস। এ ভাইরাস মানুষকে শারীরিকভাবে দুর্বল করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এ ভাইরাসের সেই ক্ষমতা রয়েছে। অতএব আমাদেরকে খুব সাবধান থাকতে হবে।’
কিছুটা ক্ষোভের সাথেই তিনি বলেন, ‘এখনতো কারো মুখেই মাস্ক দেখা যায় না। মাস্ক পড়ছেন না। আমাদেরকে এ ঢিলেমী ঝেড়ে ফেলে দিয়ে স্বাস্থবিধি মানতে হবে। আমি আপনাদের কাছে আবেদন করছি আগামী ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর সারাদেশে এই্চএসসি পরীক্ষা। এই পরীক্ষটি ছাত্রজীবনে খুবই গুরুত্বপূর্ণ। এ সংক্রমণের কারনে এ পরীক্ষাটি যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই স্বার্থে আমাদের সবাইকে স্বাস্থবিধি মানতে হবে, যেনো আমাদের সংক্রমণ না বাড়ে, যেনো এমন অবস্থা না হয় যে পরীক্ষাটা বন্ধ করে দিতে হয়। সভা সমাবেশও কমিয়ে দিতে হবে যেনো লোক সমাগম না হয়। গত করোনায় আমরা ভালোই ছিলাম। আমরা সে অবস্থা থেকে এখন যেনো পিছিয়ে না যাই। আমরা সবাই খুব সতর্ক থাকার চেষ্টা করবো।’
সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারি। এ অনুষ্ঠানে করোনাকালে নিষ্ঠা, সাহস ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ অবদানের জন্য সাতজন চিকিৎসক ও জেলার আটজন বিশিষ্টজনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
–ইউএনবি
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
একই দিনে ৪ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি
পাঠ্যবই ছাপাটা এবার যুদ্ধের মতো, কবে সব দিতে পারবো জানি না