March 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 8th, 2025, 8:03 pm

ঢামেকে চান্স পাওয়া দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

অনলাইন ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েও অর্থ সংকটে পড়া শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ওই শিক্ষার্থী হলেন মো. আল-আমিন হাওলাদার। আজ (শনিবার) তার হাতে মেডিকেলে ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার প্রয়োজনীয় অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষে বই-খাতা, কংকাল, অ্যাপ্রোনসহ যাবতীয় শিক্ষাসামগ্রী এবং নগদ অর্থ আল-আমিনের হাতে তুলে দেন।

ডা. রফিকুল ইসলাম নিজে এ তথ্য জানিয়েছেন।
মো. আল-আমিন হাওলাদার মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় ১১৭তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তার লেখাপড়ায় অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ভর্তি ব্যয় এবং শিক্ষাসামগ্রীসহ যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান। সহায়তা পেয়ে মো. আল-আমিন হাওলাদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষাসামগ্রী প্রদানকালে ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মাহমুদুর রহমান নোমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. জামশেদ আলী, বরিশাল জেলা ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রেজওয়ান তাহসীন সীমান্ত, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা আবদুল্লাহ রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।