অনলাইন ডেস্ক :
চলচ্চিত্র পরিচালক মনির হোসেন মিঠু পরিচালিত “পূর্ণিমার চাঁদ “চলচ্চিত্রে “তোর রুপের ঝলকে” গানটি ব্যাবহারের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জোজো এবং বাংলাদেশের কণ্ঠ শিল্পী তাজুল ইসলাম। গানটির লেখা ও সুর করেছেন কণ্ঠ শিল্পী তাজুল ইসলাম। ইতোনধ্যেই ভারতে গানটির রেকোর্ডিং সম্পন্ন হয়েছে। কন্ঠ শিল্পী জোজো মুঠো ফোনে এই প্রতিবেদক কে বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গান গাইলাম তাজুল দাদার সাথে আশা করি বাংলাদেশের দর্শকরা গানটি উপভোগ করবেন। কন্ঠ শিল্পী তাজুল বলেন, পরিচালক মিঠু ভাইয়ের চাহিদা অনুসারে সব কিছু ঠিক থাকলে অলকা ইয়াগনী ও কুমার সানুর সাথে আমার গাওয়া গানও এই এই ছবিতে দর্শকরা দেখতে পারবেন। পরিচালক মনির হোসেন মিঠু বলেন, গানটি নিয়ে আমরা আশাবাদী। আশা করি দর্শক জনপ্রিয়তা পাবে গানটি। সার্বিক পরিবেশ অনুকুলে থাকলে আমরা আশা করছি এ মাসের শেষে অথবা আগামী মাসের সামনে সপ্তাহে গানটির স্যুটিং করবো রাঙ্গামাটি, কক্সবাজার এবং বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে। “পূর্ণিমার চাঁদ “চলচ্চিত্রের এই গানের দৃশ্যে অভিনয় করবেন নবাগত চিত্রনায়ক রিয়েল ও নবাগত চিত্রনায়িকা প্রিয়াংকা ইসলাম। সোমবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিচালক ও ডিওপি আসাদুজ্জামান আজাদ এবং সিনিয়র সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও।
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান