January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 20th, 2022, 7:39 pm

ঢোঁড়া সাপ থেকে সাবধান হতে বললেন ওমর সানী

অনলাইন ডেস্ক :

অভিনেতা মীর সাব্বিরের এক মন্তব্যকে ঘিরে সরগরম শোবিজ অঙ্গন। সম্প্রতি ‘মিসেস ইউনিভার্স’-এর উপস্থাপিকা ইসরাত পায়েল অতিথি মীর সাব্বিরকে বরিশালের ভাষায় কিছু বলতে অনুরোধ করেছিলেন। তখন পায়েলকে উদ্দেশ করে মীর বলেন, ‘এই মাতারি, তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা।’ এই মন্তব্যের পর শুরু হয় তুমুল বিতর্ক। নারীকে হেয় করা হয়েছে এমন অভিযোগ এনে মীর সাব্বিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান অনেকেই। তবে এই অভিনেতা জানান, তিনি ¯্রফে মজা করেই কথাগুলো বলেছেন। মীর সাব্বিরের এই জবাবের সঙ্গে একমত হওয়া লোকের সংখ্যাও কম নয়। সেই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেতা ওমর সানী। সাব্বিরের পক্ষ নিয়ে কৌশলে উপস্থাপিকা ইসরাত পায়েলকে একহাত নিলেন তিনি। মীর সাব্বিরের পক্ষ নিয়ে অনেক শোবিজ তারকা বলছেন, উপস্থাপিকা ইসরাত পায়েল ভাইরাল হওয়ার জন্য বাড়াবাড়ি করছেন। তাদের বক্তব্য, ‘মীর যা বলেছেন, বরিশালের ভাষায় সেটা খুবই স্বাভাবিক। এই কথার মধ্যে অন্য কোনো রং লাগানোর কিছু নেই।’ বিষয়টি নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী আরও একধাপ এগিয়ে গিয়ে বলেন, ‘মীর সাব্বির আমার দেশি ছোট ভাই, তোমার কোনো দোষ না। ভাইরালের শিকার তুমি, ঢোঁড়া সাপ থেকে সাবধান হই।’