October 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 3:49 pm

‘তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি’

 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি; বরং দলটি চায় অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো অনৈক্য বিরাজ করছে, যার কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এগোলে এ সংশয় কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আগামী নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের বিভিন্ন দিক প্রধান উপদেষ্টা নিজেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানান আইন উপদেষ্টা।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে তিনি বলেন, “এ ব্যাপারে সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদেরকে সাবজেলে রাখার সিদ্ধান্ত পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই।

উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করতে হবে—অর্থাৎ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে।

এনএনবাংলা/