বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অত্যন্ত সহায়ক—এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তার মতে, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের মাধ্যমে দেশ আবারও গণতন্ত্রের সঠিক পথে অগ্রসর হবে। আর ভবিষ্যতে আর ‘দিনের ভোট রাতে’ বা ‘মৃত মানুষের ভোট দেওয়ার’ মতো পরিস্থিতি সৃষ্টি হবে না।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দেওয়ার রায় সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো দেশের গণতন্ত্রকে গভীর সংকটে ফেলেছিল। আজকের রায়ে সে পূর্বের তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলো। এই ব্যবস্থা কার্যকর হবে পরবর্তী সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে।
বিচারব্যবস্থা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি সেটা মনে করেন না। কোন রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত আর কোন রায় দেশের জনগণের স্বার্থ, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও সাংবিধানিক কাঠামো রক্ষা করে—তা শেষ পর্যন্ত জনগণই বিবেচনা করবে।
তিনি আরও জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জানা যাবে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, এবং তা পূর্বের নিয়ম অনুযায়ী হবে নাকি জুলাই সনদের আলোকে হবে।
আরও এক প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এসেছে। তবে এর কাঠামো ও গঠন কেমন হবে—তা পরবর্তী সংসদই নির্ধারণ করবে।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করে। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হয়।
রায়ে বলা হয়েছে, সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় অনুমোদন
শেখ রেহানার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত
আজও ৪ জনের প্রাণহানি, ডেঙ্গুতে মৃত্যু ৩৫০ ছাড়ালো