সরকার পরিবর্তনের পরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং বিচার বিভাগের স্বাধীনতা টিকে থাকবে বলে আশা প্রকাশ করেছেন সরকারে আইনবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, এই দুটি মৌলিক কাঠামো এখন ‘নিরাপদ ও স্থায়ী’।
বুধবার মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
ড. নজরুল বলেন, ‘‘দুটি বিষয় আমরা কখনোই হারাবো না— তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা ইতোমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে সুরক্ষিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, যার রক্ষক এখন আদালত নিজেই।’’
তিনি মনে করেন, মানবাধিকার উন্নয়নের ক্ষেত্রে এই দুটি কাঠামোই মূল গ্যারান্টি হিসেবে কাজ করবে। পাশাপাশি অন্যান্য সংস্কার—যেমন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ—জবাবদিহিমূলক ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়তা করবে। তিনি আরও জানান, ভবিষ্যতে সরকারে না থাকলেও এসব আইনের পক্ষে নাগরিক সমাজের সঙ্গে থেকে কাজ করবেন।
পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, শতভাগ শক্তিশালী কমিশন গঠন সম্ভব না হলেও, এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সরকারের ওপর ইতিবাচক চাপ সৃষ্টি করবে। সেই সঙ্গে তিনি দ্রুত বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সেবা সংস্কারের অগ্রগতির কথাও উল্লেখ করেন।
ড. আসিফ নজরুল উপস্থিতদের অর্জিত সংস্কারগুলো ধরে রেখে এগিয়ে যেতে আহ্বান জানিয়ে বলেন, ‘‘একসঙ্গে কাজ করতে পারলে আরও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।”
অনুষ্ঠানে গৃহায়ণ ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীসহ ইউএনডিপি ও সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
৬০০ কোটি টাকা আত্মসাতে বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
চুরির অপবাদ দেওয়ায় মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা করেন গৃহকর্মী আয়েশা