বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি॥ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে কথা বলতে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় থানা কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে হবে।
পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রিয়াজ হোসেন, সহকারী পুলিশ কমিশনার প্রণয় রায় সহ থানার অন্যান্য অফিসার, সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি,কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় উপস্থিত জনসাধারণ নানা বিষয়ে সমস্যার কথা তুলে ধরলে সকল সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।
আরও পড়ুন
বিচার চাইতে গিয়ে চাঁদাবাজির মামলার আসামী হলেন বিএনপি নেতা: স্বাক্ষী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক
সখীপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
জাতীয় সমাজতান্ত্রিক দল ৩০০ আসনে প্রার্থী দেবে