আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে বদলির দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এ দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সংলাপে গোলাম পরওয়ার বলেন, গত এক মাসও হয়নি—২০ দিনও পেরোয়নি—হঠাৎ করেই একজন ডিসিকে বদলি করা হয়েছে। আবার এক সপ্তাহের ব্যবধানে আরও বেশ কয়েকজনকে রদবদল করা হলো। মনে হচ্ছে এর পেছনে কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা কাজ করছে। তফসিল ঘোষণার পর প্রশাসনের ক্ষমতা ইসির হাতে আসে; তাই এসব বদলি-রদবদলের সিদ্ধান্তও ইসিকেই নেওয়া উচিত। সবচেয়ে নিরপেক্ষ উপায় হতে পারে লটারির মাধ্যমে কর্মকর্তাদের বদলি—যার ভাগ্যে যেখানে পড়ে সে সেখানেই যাবে। এতে প্রশ্ন ওঠার সুযোগ থাকে না।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তাঁরা একই প্রস্তাব উত্থাপন করেছিলেন। তখন পরিষ্কার কোনো বক্তব্য আমরা পাইনি। তবে বুঝতে পারছিলাম—কোথাও না কোথাও থেকে বিষয়টি শুরু হয়েছে। এটা কি কোনো পরিকল্পনার অংশ?—প্রশ্ন তোলেন তিনি।
পরওয়ার বলেন, অতীতের কিছু নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর একদিনেই সব ডিসি-এসপি বদলির উদ্যোগ নিয়েছিল, যা ভোটের প্রতি আস্থা তৈরি করেছিল।এ ধরনের সিদ্ধান্ত না নিলে বর্তমান বদলিগুলোকে পরিকল্পিত উদ্দেশ্য বলে মনে হবে, মন্তব্য করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ও গণভোটকে ‘ঘনিষ্ঠভাবে সম্পর্কিত’ উল্লেখ করে জামায়াত নেতা বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে যেমন এসেছে এবং গেজেটেও প্রকাশিত হয়েছে—একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আমরা আগে থেকেই বলেছি, গণভোট আগে হওয়া উচিত। কারণ, ভোটার যদি আগে না বোঝেন কোন সংস্কারগুলো হতে যাচ্ছে, তাহলে সে ‘হ্যাঁ’ বা ‘না’ কীভাবে সিদ্ধান্ত নেবে?
আচরণবিধিতে লাউডস্পিকার ব্যবহারের সীমাবদ্ধতার বিষয়টিও পুনর্বিবেচনার অনুরোধ জানায় জামায়াত। পরওয়ার বলেন, একটি নির্বাচনি এলাকায় অনেক ইউনিয়ন থাকে—১৫, ২০ কিংবা আরও বেশি। এত বড় এলাকায় প্রচারণার জন্য মাত্র তিনটি লাউডস্পিকার যথেষ্ট নয়। এতে প্রার্থীরা ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে সমস্যায় পড়বে।
ভোটার তালিকার অস্পষ্ট ছবির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, প্রিন্টিং এমন অস্পষ্ট যে অনেক চেহারাই চেনা যায় না। আমরা আগের বৈঠকেই বলেছিলাম—ভোটার লিস্টে স্পষ্ট ছবি থাকা জরুরি। নাহলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
এনএনবাংলা/

আরও পড়ুন
সুষ্ঠু নির্বাচনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
দাঁড়িপাল্লা টাঙানোকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৩
দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরের কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে