তফসিল ঘোষণার পর যদি কোনো রাজনৈতিক দল আইন মানতে ব্যর্থ হয়, তবে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ইসি সচিব আরও বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রাসঙ্গিক সব ব্যবস্থা আমরা গ্রহণ করব। তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও অত্যন্ত জরুরি। আমি আশা করি তারা আমাদের সহযোগিতা করবে।”
দেশে পোস্টাল ব্যালটের বিষয়ে তিনি জানান, “সরকারি চাকরিজীবী যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন এবং আইনি হেফাজতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, যা গুগল প্লে স্টোর এবং অ্যাপলে ডাউনলোড করা যাবে। তফসিল ঘোষণার পর থেকে নিবন্ধন শুরু হবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর থেকে, আর আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে করা যাবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের তফসিল ঘোষণার ব্যাপারে আখতার আহমেদ বলেন, “গাজীপুর ও বাগেরহাটের সীমানা আদালতের আদেশ অনুযায়ী সংশোধন করা হচ্ছে।”
এদিকে, আজ সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন জাতির উদ্দেশে তফসিল ঘোষণা করবেন। ঘোষণা অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি চ্যানেলে।
তফসিল ঘোষণার মাধ্যমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা ও প্রত্যাহারের সময়সূচিসহ প্রার্থীদের আচরণবিধি এবং ভোটারদের জন্য নির্দেশনাসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।
নির্বাচন ভবনের আশপাশে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিবিসি বাংলার প্রতিবেদন: মোটরসাইকেলে করে আসা দুই জন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল
হাদিকে গুলি নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: জামায়াত
দেশ গভীর সংকটে, জাতীয় ঐক্য জরুরি: তারেক রহমান