November 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 7:33 pm

তফসিল ঘোষণা হওয়ার পর নির্বাচন স্থগিত

খুলনা ব্যুরো:

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬, তফসিল ঘোষণা হওয়ার পর,  সাধারণ সভার নামে নির্বাচন স্থগিত করা এবং ২০২৫ সালের বাকি সময়ের মধ্যে খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ অনুষ্ঠানের পক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা আইনজীবী সমিতির হলরুমে খুলনা জেলা সর্বস্তরের  আইনজীবী সমিতির উদ্যোগে খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬, তফসিল ঘোষণা হওয়ার পর, বিশষ সাধারণ সভার নামে নির্বাচন স্থগিত করা এবং ২০২৫ সালের বাকি সময়ের মধ্যে খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ অনুষ্ঠানের পক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা বারের সভাপতি এ্যাডঃ লস্কর শাহ আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটি হতে পদত্যাগকৃত সদস্য এ্যাডঃ আওছাফুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলাম সমর্থিত খায়ের জাকির পরিষদের সভাপতি প্রার্থী এ্যাডঃ আবুল খায়ের, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ্যাডঃ শেখ জাকিরুল ইসলাম জাকির, সহ-সভাপতি প্রার্থী যথাক্রমে এ্যাডঃ আব্দুল মান্নান, এ্যাডঃ সরদার আব্দুল জলিল, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, এ্যাডঃ শফিকুল ইসলাম লিটন, এ্যাডঃ সরদার মোঃ লিয়াকত আলী, এ্যাডঃ মনিরুল ইসলাম পান্না, এ্যাডঃ আবু ইউসুফ মোল্লা, এ্যাডঃ খান মোঃ লিয়াকত আলী, এ্যাডঃ মহিতুর রহমান কচি, এ্যাডঃ জি.এম মহেব্বুর রহমান, এ্যাডঃ শহীদুল ইসলাম, এ্যাডঃ আলীমুর রহমান সরদার, এ্যাডঃ নাজমুল হক আকুঞ্জী, এ্যাডঃ লুৎফার রহমান, এ্যাডঃ হুসাইন কবির সহ প্রমুখ।

স্বতন্ত্র আইনজীবী পক্ষে এ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট নিহিত কান্তি ঘোষ, এ্যাডভোকেট এ. এম. মমিনুজ্জামান (টুলু), এ্যাডভোকেট সাবিত্রি চক্রবর্তী, এ্যাডভোকেট এস. এম. মাসুদুর রহমান, এ্যাডভোকেট হাফিজুর রহমান (শান্ত), এ্যাডভোকেট মাফতুন আহম্মেদ, এ্যাডভোকে মোঃ মহাসীন প্রমুখ

খুলনা আইনজীবী সমিতির মোট ভোটার ১২১৯ যেখানে মাত্র ৯৪ জনের স্বাক্ষর নিয়ে অ্যাডহক কমেডি অবৈধভাবে নির্বাচন বন্ধ করেছে। আপনাদের হাইকমান্ড তো নির্বাচনের বিপক্ষে না তাহলে আপনারা কেন নির্বাচন বিমুখ। আজ্ঞাবহ নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। শুধু অ্যাডভোকেট সাইফুল ইসলাম নয় এইবারের যত মানুষ টাকা আত্মসাৎ করেছে সকলের বিচার আওতায় আনতে হবে। কোনভাবে নতুন ফ্যসিস্টের উত্থান আমরা হতে দেব না। শুধুমাত্র একজন ব্যক্তির কারণে খুলনা বারের সম্মান নষ্ট হতে দেওয়া যাবে না। আপনারা বহু আইনজীবীকে হুমকি দিচ্ছেন যা সভ্য সমাজে চলতে পারে না। দ্রুত নির্বাচনের সিডিউল ঘোষণা করুন না হলে আন্দোলন কাকে বলে শিখিয়ে দেয়া হবে। আমরা নির্বাচন আদায় করেই ছাড়বো নির্বাচনের কোন বিকল্প নাই।