January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 15th, 2022, 8:08 pm

তবে কি চতুর্থ বিয়ের পথে হাঁটছেন শ্রাবন্তী!

অনলাইন ডেস্ক :

টলিগঞ্জের লাস্যময়ী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি আবারও বিয়ে করছেন? নইলে কপালে সিঁদুর, গায়ে বেনারসি শাড়ি জড়িয়ে নতুন বউ সাজবেন কেন? গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা। যেখানে তাকে বিয়ের পোশাকে দেখা গেছে। সাত সেকেন্ডের ওই ভিডিও দেখলে মনে হতেই পারে, হয়তো আবারও নতুন কোনো জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন তিনি। এ ভিডিও পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়ছে, তবে কি চতুর্থ বিয়ের পথে হাঁটছেন শ্রাবন্তী! তবে বিয়ের গুজব ছড়ানোর বিষয়ে অভিনেত্রী নিজে সতর্ক করেছেন। এমনিতেই ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনা-সমালোচনায় থাকেন শ্রাবন্তী। তাইতো এ ভিডিও ঘিরে যেন নতুন কোনো বিতর্কের সৃষ্টি না হয়, সেজন্য ক্যাপশনে তিনি লিখেছেন- ‘শুটিং মুড অন’, অর্থাৎ নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। চরিত্রের প্রয়োজনেই বধূ সেজেছেন তিনি। তরুণ নির্মাতা অয়ন দে পরিচালিত ‘ভয় পেয়ো না’ সিনেমায় তমসা চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। ছবিটিতে সুশান্ত চরিত্রে অভিনয় করছেন ওম। এ ছবিতে তাদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। ভিডিওটিতে দেখা যায়, শুটিং সেট প্রস্তুত হচ্ছে। সেখানে বিয়ের দৃশ্যে অভিনয় করবেন শ্রাবন্তী। এর আগেও ছবির শুটিংয়ে কালো শাড়িতে সিঁদুর পরে ছবি পোস্ট করে নতুন বিয়ে নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। গত বছর তৃতীয় বিয়ে করেছিলেন শ্রাবন্তবী। গত সেপ্টেম্বরে স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আলিপুর আদালতে মামলা করেন। এরইমধ্যে নতুন করে কোনো ব্যবসায়ীর সঙ্গে শ্রাবন্তীর মনের লেনাদেনা চলছে বলে টালিউডে গুঞ্জন উঠে।