July 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 13th, 2025, 12:45 am

তরুণ প্রজন্ম নির্বাচনী ভাগ-বাঁটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ ইসলাম

 

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, আমরা বলি পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে। যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চান, চাঁদাবাজিকে টিকিয়ে রাখতে চান, তাদেরকে জনগণ আর মেনে নেবে না। এই তরুণ প্রজন্ম নির্বাচনী ভাগ-বাঁটোয়ারায় বিশ্বাস করে না। আমরা বলেছি, রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠন করতে হবে।’

শনিবার ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পথসভায় তিনি এ সব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ‘আমরা গণঅভ্যুত্থান করেছিলাম মাফিয়া, দুর্নীতি, চাঁদাবাজি সিস্টেমের বিরুদ্ধে। চাঁদাবাজি, দুর্নীতি এখনও দূর করতে পারিনি। তাই আবারও এসেছি, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। এই চাঁদাবাজ ও দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব, শহীদদের প্রতি এইটা আমাদের প্রতিজ্ঞা।’ তিনি আরও বলেন, জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে। সেটা জুলাই-আগস্ট মাসের মধ্যেই হতে হবে।

পুলিশ-প্রশাসনকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, পুলিশ-প্রশাসনকে জনগণের পক্ষে ও চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি তারা দলবাজ প্রশাসনের মত আচরণ করে, তাহলে মনে রাখবেন ফ্যাসিবাদের সময় যারা দলবাজ হয়েছিল, তাদের ও আপনাদের পরিণতি একই হবে।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব শেখ আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখন ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়।’

আখতার হোসেন আরও বলেন, ‘যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশন এর রাজনীতি করতে চায় দেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি।

আগামীর বাংলাদেশে যেন কোনো গুম-খুন না হয় সেজন্য সব ক্ষেত্রে সংস্কার দরকার জানিয়ে আখতার হোসেন বলেন, ‘একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। শেখ হাসিনাও তাই মনে করতেন। প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা না হলে, পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায় শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই সংস্কারের পরই নির্বাচন দিতে হবে।