জাতিসংঘের তহবিল সংকটের কারণে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ পুলিশের একটি কন্টিনজেন্ট দেশে ফেরত আসছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে তাদের প্রত্যাবর্তনের কথা রয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ইউএন অপারেশন) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ সবসময়ই সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। মিশনের বাজেট ঘাটতির কারণে কঙ্গোতে কর্মরত একটি কন্টিনজেন্ট ফেরত আসবে। বাজেট সংকট কেটে গেলে আবার নতুন কন্টিনজেন্ট পাঠানোর সুযোগ হতে পারে।’
৭৫ নারী পুলিশসহ ১৮০ সদস্যের এই কন্টিনজেন্টটি গত ২৬ আগস্ট কঙ্গোতে পৌঁছায়। প্রশিক্ষণ শেষে ১০ সেপ্টেম্বর থেকে তারা রাজধানী কিংশাসায় দায়িত্ব পালন শুরু করে। গত বুধবার থেকে তাদের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে।
সূত্র জানায়, ২০০৫ সাল থেকে কঙ্গোতে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট। তবে চলমান আর্থিক সংকটের কারণে এবার তাদের সম্পূর্ণ ইউনিট ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ক্যামেরুন, সেনেগাল ও মিশরের কন্টিনজেন্টও আংশিকভাবে কমানো হচ্ছে।
আরেকটি সূত্র জানিয়েছে, ২০ অক্টোবরের মধ্যে অধিকাংশ সদস্য দেশে ফিরবেন। তবে কিছু সদস্য আরও কিছুদিন কঙ্গোতে থেকে প্রশাসনিক ও লজিস্টিক কাজ সম্পন্ন করবেন, বিশেষ করে সরঞ্জাম গোছানো ও ফেরত পাঠানোর দায়িত্বে থাকবেন তারা।
সম্প্রতি রয়টার্স ও এএফপি-এর প্রতিবেদনে জানানো হয়, বিশ্বব্যাপী নয়টি শান্তিরক্ষা মিশনে অন্তত ২৫ শতাংশ সদস্য কমানোর পরিকল্পনা করেছে জাতিসংঘ। এর মূল কারণ তহবিল ঘাটতি এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়া। বর্তমানে যুক্তরাষ্ট্র জাতিসংঘ শান্তিরক্ষা বাজেটের প্রায় ২৬ শতাংশ, আর চীন ২৪ শতাংশ অর্থায়ন করে থাকে।
জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় অবস্থানে। প্রথমে রয়েছে নেপাল, দ্বিতীয় রুয়ান্ডা।
১৯৮৯ সালে নামিবিয়ায় প্রথম শান্তিরক্ষা মিশনে অংশ নেয় বাংলাদেশ পুলিশ। এরপর থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত ২৪টি দেশে ২৬টি মিশনে দায়িত্ব পালন করেছেন ২১ হাজারেরও বেশি বাংলাদেশি পুলিশ সদস্য। বর্তমানে দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্বল্পসংখ্যক আইপিও সদস্য শান্তিরক্ষার দায়িত্ব পালন করছেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
মধ্যরাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
রাত পোহালেই রাকসু ভোট, ক্যাম্পাসে উৎসবের আমেজ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা