October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 19th, 2023, 8:30 pm

তাইওয়ান ইস্যুতে কোনো ছাড় নয়, ব্লিঙ্কেনকে চীন

অনলাইন ডেস্ক :

চীনের শীর্ষ কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং-ওয়াশিংটনের সম্পর্কের ঘাটতির জায়গাটা হচ্ছে, তার দেশের সম্পর্কে ভুল ধারণা রয়েছে আমেরিকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে তিনি এ কথা জানান। গত পাঁচ বছরে প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেইজিং সফর করছেন ব্লিঙ্কেন। তার এই সফর এখন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘গোয়েন্দা’ বেলুন, তাইওয়ান ও বাণিজ্য ইস্যুতে দুই দেশের সম্পর্ক চরম পর্যায়ে রয়েছে। সম্পর্ক ঠিক করতে পূর্ব নির্ধারিত সফরের অংশ হিসেবে গত রোববার চীনে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার (১৯ জুন) সকালে বেইজিংয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় তার।

বৈঠকে স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ান প্রসঙ্গে ওয়াং ই ব্লিঙ্কেনকে বলেছেন, ‘তাইওয়ান নিয়ে সমঝোতার কোনো সুযোগ নেই।’ বিভিন্ন সময় চীনের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে বাধার অভিযোগ এবং অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন এই চীনা কূটনীতিক। দুই দেশের মধ্যে যে প্রতিযোগিতা চলছে তা যেন সংঘর্ষে না গড়ায়, এ বিষয়টিও মনে করিয়ে দেন ওয়াং ই। ব্লিঙ্কেনের এই সফরটি ২০১৮ সালের অক্টোবরের পর প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন ব্লিঙ্কেন। অস্ট্রিয়ার ভিয়েনায় গত মাসে ঊর্ধ্বতন চীনা ও মার্কিন কর্মকর্তারা মিলিত হলে সম্পর্কের বরফ গলা শুরু হয়। সূত্র: বিবিসি