Wednesday, August 3rd, 2022, 8:35 pm

তাইওয়ান ছাড়লেন ন্যান্সি পেলোসি

অনলাইন ডেস্ক :

তাইওয়ানের প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বুধবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি দেশটি ত্যাগ করেছেন। পেলোসির এই সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।
পেলোসি ও কংগ্রেসের অন্য পাঁচ সদস্য পরবর্তী যাত্রা বিরতি-স্থল দক্ষিণ কোরিয়ার দিকে রওনা হয়েছেন। তিনি এই এশিয়া সফরে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও জাপানেও যাবেন।
তাইওয়ানে পেলোসি বলেন, স্ব-শাসিত দ্বীপ দেশটির প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করছে প্রতিনিধি দল। তবে চীনের দাবি তাইওয়ানকে তাদের নিয়ন্ত্রণে আসতে হবে।
তাইওয়ানে পেলোসির আগমনের পর সামরিক মহড়া দিয়েছে চীন এবং তার এই সফর তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনে উসকানি বলে অভিহিত করেছে চীন।