January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 15th, 2022, 8:32 pm

তাইওয়ানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক :

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানের পূর্ব উপকূলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এর পরেও আরো কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়। জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬ কিলোমিটার গভীরে। হুয়ালিয়েন কাউন্টি উপকূলের প্রায় ৩০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে। দুপুরের পরপরই এটি আঘাত হানে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯ এবং উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কনো ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের বলেন, ‘এ ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে ওঠে, কারণ এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের একেবারে স্বল্প গভীরে। দেশটিতে এ পর্যন্ত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আগামী তিন দিন আরো অনেকবার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আমরা ধারণা করছি। ’সেপ্টেম্বরে তাইওয়ানের পূর্ব উপকূলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে একজন নিহত হয় এবং কয়েকটি ভবন ধসে পড়ে।
সূত্র : হিন্দুস্তান টাইমস