February 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 20th, 2025, 8:17 pm

তাওহীদের শতক ও জাকের এর ব্যাটে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

 

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ২২৮ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকের দারুণ এক জুটি্র সুবাদে এ পুঁজি পায় টাইগাররা। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম তিন অঙ্কের রানের দেখা পান তাওহীদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে মন্হর গতির ব্যাটিংয়ের পরেও বিপর্যয় কাটিয়ে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্দপতন হয় বাংলাদেশের। দলীয় ২ রানে টপ অর্ডারের দুই ব্যাটার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন।

এরপর মেহেদী হাসান মিরাজ ব্যাক্তিগত ৫, তানজিদ হাসান ২৫ ও মুশফিকুর রহিন শুন্য রানে আউট হন। এতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ ইউকেটে ৩৫ রান।

তবে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক ব্যাটে বাংলাদেশের রানের চাকা ঘুরতে থাকে। দুজন মিলে গড়েন ১৫৪ রানের দুর্দান্ত এক জুটি। ব্যক্তিগত ৬৮ রানে জাকের আলী সাজঘরে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তাওহীদ হৃদয়।

বাকিদের ভেতর রিশাদ হোসেনের ব্যাটে আসে ১৮ রান। শেষপর্যন্ত ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ভারতীয়দের মধ্যে একাই পাঁচ উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। এছাড়া হর্ষিত রানা ও আক্সার প্যাটেল দুজনে তুলে নেন যথাক্রমে ৩টি ও ২টি উইকেট।