November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 10:23 pm

তানজানিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৭০০, সেনাবাহিনী মোতায়েন

ছবি: এপি

 

তানজানিয়ায় গত সপ্তাহের ‘বিতর্কিত’ নির্বাচনের পর শুরু হওয়া ভয়াবহ সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৭০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা।

আল-জাজিরার এক প্রতিবেদনে শুক্রবার (৩১ অক্টোবর) এ তথ্য জানানো হয়। বিরোধী দল ছাড়াও নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও হতাহতের অনুরূপ সংখ্যা নিশ্চিত করেছে।

চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা বলেন, “শুধু রাজধানী দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজাতে আরও ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যান্য অঞ্চলের মৃতদের হিসাব যোগ করলে মোট নিহতের সংখ্যা প্রায় ৭০০।”

তবে জাতিসংঘের হিসাব অনুযায়ী এই সংখ্যা অনেক কম। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে তানজানিয়ার দুই প্রধান বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার-এস-সালামে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীরা নির্বাচনে অনিয়ম, বিরোধী দলের ওপর দমন-পীড়ন এবং কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নামে। তারা গাড়ি, পেট্রোল স্টেশন ও থানায় আগুন দেয়, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ছবি: রয়টার্স

শুক্রবারও আন্দোলন চলতে থাকে। বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের কাছে ফলাফল ঘোষণা বন্ধের দাবি জানায়। সহিংসতার জেরে সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে এবং বেশিরভাগ এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার রাতে দার-এস-সালামের এমবাগালা, গোঙ্গো লা এমবোতো ও কিলুভইয়া এলাকায় কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছোড়ে ও গুলি চালায়, বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

১৯৬১ সালে স্বাধীনতার পর থেকে তানজানিয়া শাসন করছে চামা চা মাপিনদুজি (CCM) দল। সমালোচকদের অভিযোগ, দলটি বিতর্কিত নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়।

গত বুধবারের নির্বাচনে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বীকে ভোটে অংশ নিতে দেননি, যা সাধারণ মানুষের ক্ষোভকে চরমে পৌঁছে দেয়।

প্রসঙ্গত, সামিয়া সুলুহু ২০২১ সালে প্রেসিডেন্ট পদে আসেন, সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এনএনবাংলা/