October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 14th, 2025, 8:57 pm

তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা খুলনা শাখার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শাখা প্রধান মোঃ ছাইফুল্লাহর সার্বিক ব্যবস্থাপনা ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও ফাউন্ডার মেম্বার আ ন মু রাশিদুল ইসলাম সায়েমের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শিরোমনি হাফেজিয়া মাদরাসার মুহতামিম বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মুহাম্মদ ইবরাহীম।

প্রধান অতিথি তার আলোচনায় বর্তমান সমাজের সকল ধরণের দুর্নীতি ও অপসংস্কৃতি রোধ করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে মহাগ্রন্থ আল কুরআন শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, কোন জাতি যদি তার ধর্মীয় শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন পরিচালনা করে তাহলে সমাজের কোথাও কোনো অশান্তি থাকবেনা। তিনি শিক্ষার্থীদেরকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান শেখার প্রতি গুরুত্ব আরোপ করেন।

শাখা সহকারী মো: তারিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর আ খ ম মাসুম বিল্লাহ, এম এ রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল ফারুক, আব্দুল মমিন, আরিফুল ইসলাম ভূঁইয়াসহ খুলনা শাখাসমূহের শাখাপ্রধান ও শাখা সহকারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু একাডেমিক ফলাফলেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তানযীমুল উম্মাহ’র উজ্জ্বল উপস্থিতি। জাতীয় ও আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জন করে শিক্ষার্থীরা দেশের জন্য গৌরব বয়ে এনেছে। ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এ ধরনের প্রতিষ্ঠানগুলো শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার জন্য একটি ইতিবাচক বার্তা।

প্রতিষ্ঠানের সকল ছাত্রী ও অভিভাবকদের আনন্দময় উপস্থিতিতে ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। যেখানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিশেষ নাটক ’মীর মুগ্ধ’ মঞ্চায়িত করে মাদরাসার ক্ষুদে নাট্যকাররা।

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা ব্যুরো